সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

সাবেক ডিবিপ্রধান হারুন ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশিদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক ও নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল- সিআইসি।

এ-সংক্রান্ত চিঠি সবগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে সিআইসি।

অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশনা দেওয়া পরিবারের সদস্যদের মধ্যে রয়েছেন- হারুনের স্ত্রী শিরিন আক্তার, মা জহুরা খাতুন, ভাই এ বি এম শাহরিয়ার ও জিয়াউর রহমান, শ্বশুর ফারিদ উদ্দিন আহমেদ এবং আত্মীয় সম্রাজ মিয়া।

তবে এর আগে আগস্টের মাঝামাঝি সময়ে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটও (বিএফআইইউ) মানিলন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় হারুন ও তার স্ত্রী শিরিন আক্তারের অ্যাকাউন্ট এক মাসের জন্য ফ্রিজ করার নির্দেশনা দিয়েছিল।

সিআইসি কর্মকর্তারা জানান, হারুন ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কর ফাঁকি মামলার তদন্ত চলছে। আয়কর নথিতে দেখানো সম্পদ, আয় ও খরচের বাইরে তাদের আর কোনো আয় ও সম্পদ আছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ইউএনবির প্রতিবেদনে।

এদিকে সূত্র জানিয়েছে, হারুনের সাথে সম্পর্ক আছে এমন ব্যক্তিদের লেনদেনের তথ্য সংগ্রহ শুরু করেছে সিআইসি। এছাড়া বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও অন্যদের তথ্যও সংগ্রহ করা হচ্ছে। কর গোয়েন্দারা ইতিমধ্যে কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করেছেন এবং তাদের ব্যাংক লেনদেন ফ্রিজ করার প্রক্রিয়া চলছে।

একজন সিনইর সিআইসি কর্মকর্তা টিবিএসকে বলেন, ‘আমরা এখন হারুনের সম্পদ ব্যবস্থাপনার সাথে জড়িত পুলিশ ও অন্যান্য কয়েকজনের লেনদেনের তথ্য সংগ্রহ করছি। এখন পর্যন্ত আমরা কয়েকজন ব্যক্তিকে শনাক্ত করেছি এবং তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করার প্রক্রিয়ায় রয়েছি।’

তবে ব্যাংকগুলোর কাছে এখনও অ্যাকাউন্ট ফ্রিজের আনুষ্ঠানিক অনুরোধ না পাঠানোয় তিনি কোনো ব্যক্তির নাম জানাতে রাজি হননি। সিআইসির কোনো কর্মকর্তাও রেকর্ডের বিবরণী টিবিএসকে দেখাতে রাজি হননি।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তে উঠে এসেছে, ঢাকার উত্তরায় হারুনের ১৮টি সম্পত্তি রয়েছে। তিনি এসব সম্পত্তি বিভিন্ন দেশি-বিদেশি কোম্পানি, হোটেল ও বাজারের কাছে ভাড়া দিয়ে রেখেছেন। এছাড়া গাজীপুর, সাভার ও টেকনাফে তার আরও প্রায় এক ডজন সম্পত্তি রয়েছে।

সম্পর্কিত পোস্ট