সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাবির অধিভুক্ত ৭ কলেজের সমস্যা নিরসনে কমিটি গঠন

জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হওয়া সাত সরকারি কলেজের শিক্ষা ও প্রশাসনিক সমস্যা নিরসনে শিক্ষা মন্ত্রণালয় ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবকে (কলেজ) সভাপতি করে এই কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সদস্য হিসেবে আছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য একজন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের প্রতিনিধি একজন করে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (বিশ্ববিদ্যালয়) এবং এই সাতটি কলেজের অধ্যক্ষরা। কমিটিতে সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয়)। প্রয়োজনে আরও সদস্য যুক্ত করতে পারবে এই কমিটি।ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া এই সাতটি সরকারি কলেজ হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

আগে এই কলেজগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ভুক্ত ছিল। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে কলেজগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এই সাতটি কলেজ নিয়ে নানা ধরনের সমস্যা বিরাজ করছে।

এই সাত কলেজের সমন্বয়ে একটি স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে এখন আন্দোলন করছেন এসব কলেজের শিক্ষার্থীরা। এ অবস্থার নিরসনে কমিটি করল সরকার।

এই কমিটি আগামী ছয় সপ্তাহের মধ্যে উল্লেখিত সাত কলেজের একাডেমিক ও প্রশাসনিক সমস্যা চিহ্নিত করবে এবং সমস্যা নিরসনে প্রয়োজনীয় সুপারিশ করবে।

সম্পর্কিত পোস্ট