সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

গুগলকে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার আদালত

প্রযুক্তি সংস্থা গুগলকে বিস্ময়করভাবে ২০ ডেসিলিয়ন ডলার জরিমানা করেছে রাশিয়ার একটি আদালত।
বুধবার (৩০ অক্টোবর) ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীতে যত টাকা আছে সব একসঙ্গে করা হলেও এই পরিমাণ অর্থ হবে না।
জানা গেছে, গুগলের মালিকানাধীন ইউটিউবে ১৭টি রাশিয়ান টেলিভিশন চ্যানেলের অ্যাকাউন্ট আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করে দেওয়ায় অস্বাভাবিক জরিমানার মুখে পড়েছে সংস্থাটি। নিষেধাজ্ঞার কবলে পড়া ক্রেমলিনপন্থি চ্যানেলগুলোর মধ্যে রাশিয়া- ওয়ান এবং রাশিয়া টুডে উপস্থাপক ও পুতিনের মুখপাত্র মার্গারিটা সিমোনিয়ানের প্র্যাটফর্মও রয়েছে।
রাশিয়ান সংবাদমাধ্যম আরবিসির তথ্য অনুযায়ী, জরিমানার পরিমাণ ২০২০ সাল থেকে প্রতি সপ্তাহেই দ্বিগুণ হয়েছে। বর্তমানে জরিমানার পরিমাণ হয়েছে ২০ ডেসিলিয়ন ডলার। ২০ ডেসিলিয়নে ২ এর পর ৩৪টা শূন্যযোগ করতে হয়।
ডেইলি মেইল জানিয়েছে, প্রযুক্তি জায়ান্ট গুগলের বর্তমান বাজারমূল্য প্রায় দুই ট্রিলিয়ন ডলার। তবে এই মূল্য জরিমানার অর্থের কাছে কিছুই না। ফলে রাশিয়ার আদালতে নির্ধারণ করা জরিমানা প্রদান করা তো দূরের কথা এটি চিন্তা করারও কোনো উপায় নেই। এদিকে বিশ্বব্যাংকের ধারণা অনুযায়ী, বর্তমানে বিশ্ব অর্থনীতির আকার প্রাম ১০০ ট্রিলিয়ন ডলার।
বিশ্বের মোট অর্থকে তাই সংখ্যায় লিখলে ১০০-এর পরে আরও ১২টি শূন্য যোগ করতে হয়। এই হিসেবে বিশ্বের মোট অর্থের সঙ্গে আরও ২০টি শূন্য যোগ করা হলে সংখ্যাটি জরিমানার অর্থের কাছাকাছি পৌছবে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর গুগল তার রাশিয়ান বিভাগ বন্ধ করে দিয়েছিল। গুগল এলএলসির রাশিয়ান সাবসিডিয়ারিকে দেউলিয়া ঘোষণা করেছে। তবে সংস্থাটির সার্চ ইঞ্জিন এবং ইউটিউবসহ আরও অনেক পরিষেবা রাশিয়ানদের জন্য উন্মুক্ত রয়েছে।
আরবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গুগল যদি রায় ঘোষণার ৯ মাসের মধ্যে নগদ অর্থ না পরিশোধ করে,তবে সংস্থাটি আদালতের নির্দেশ অমান্য করেছে বলে গণ্য করা হবে। শুধু তা-ই নয়, নির্দেশ অমান্য করা প্রতি ২৪ ঘণ্টার জন্য আরও ১ লাখ রুবল করে জরিমানা করা হবে।
রাশিয়ায় চলমান মামলা নিয়ে সম্প্রতি এক বিবৃতিতে গুগল বলেছিল, আমরা বিশ্বাস করি না, চলমান এই আইনি বিষয়গুলো কোনো বস্তুগত বিরূপ প্রভাব ফেলবে।

সম্পর্কিত পোস্ট