বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

চিরনিদ্রায় শায়িত বরণ্যে অভিনেতা মাসুদ আলী খান

চিরনিদ্রায় শায়িত হলেন দেশ বরণ্যে অভিনেতা মাসুদ আলী খান।
শুক্রবার (১ নভেম্বর) মানিকগঞ্জের খান বানিয়াপাড়া গ্রামে জুম্মার নামাজের পর দাফন করা হয় একুশে পদকপ্রাপ্ত এই কিংবদন্তি অভিনেতাকে। এমনটাই জানিয়েছেন অভিনয়শিল্পী সংঘ।
গত বৃহম্পতিবার বিকেল ৪ টা ২০ মিনেটে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। গত ৬ অক্টোবর ৯৬-এ পা রাখেন প্রবীন এই অভিনেতা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন মাসুদ আলী খান। চিকিৎসার জন্য কয়েকবার নেয়া হয়েছিলো হাসপাতালে। চলছিলো ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা।
থিয়েটার, নাটক ও সিনেমা- সব অঙ্গনেই নিজের অভিনয় দক্ষতার সাক্ষর রেখেছেন মাসুদ আলী খান। তার প্রয়াণে শোকার্ত পুরো সংস্কৃতি অঙ্গন।
১৯২৯ সালের ৬ অক্টোবর মানিকগঞ্জের সিঙ্গাইরে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন মাসুদ আলী খান। তার অভিনীত প্রথম চলচ্চিত্র সাদেক খান পরিচালিত ‘নদী ও নারী’।
টেলিভিশনের বহু কালজয়ী নাটকে অভিনয় করেছেন তিনি। এরমধ্যে এইসব দিনরাত্রি, কোথাও কেউ নেই, ৬৯,  গুলশান এভিনিউ এবং একান্নবর্তী বিশেষভাবে উল্লেখযোগ্য।

সম্পর্কিত পোস্ট