সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

রাঙ্গামাটি জেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ এ প্রতিপাদ্যে পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়।

শনিবার (২ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আলোচনা সভার আগে সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

জেলা সমবায় কর্মকর্তা মৌসুমী ভট্টাচার্য্যের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা সমবায় কার্যালয়ের উপ সহকারি নিবন্ধক মিন্টু বর্মন, রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক তারেক আহম্মেদ, করাতকল বহুমুখী সমবায় সমিতির সভাপতি মমতাজ মিয়া, কর্ণফুলি জনকল্যাণ বহুমুখী সমবায় সমিতির সভাপতি বাবুল কান্তি নাথ, শাইনিং মহিলা সমবায় সমিতির সভাপতি মিথিলা রায়, জেলা প্রশাসক কার্যালয় সমবায় সমিতির সম্পাদক জগৎজ্যোতি চাকমা, ইউ সি সি এ কমিটির সভাপতি কনিকা চাকমা প্রমুখ।

সভা শেষে জেলার ৭টি সমবায় সংগঠনকে জেলা সমবায় বিভাগের পক্ষ থেকে সম্মননা স্মারক প্রদান করা হয়।

সম্পর্কিত পোস্ট