বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

ট্রাম্পের বক্তব্য বিব্রতকর: ধর্ম উপদেষ্টা

বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্যান্য সংখ্যালঘুদের নিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বিব্রতকর বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
রোববার (৩ নভেম্বর) সকালে সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সুন্নাহ কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, বাংলাদেশে যারা অন্যান্য ধর্মের আছেন তাদের সবার রাজনৈতিক অধিকার, ধর্মীয় অধিকার, সামাজিক অধিকার স্বীকৃত। তাই বিভিন্ন জায়গা থেকে তাদের নিপীড়নের যে অভিযোগ করা হচ্ছে তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।
তিনি আরও বলেন, প্রতিবছরই কিছু সংখ্যক মানুষ হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত না থেকেও সরকারি খরচে হজে যেতেন। এ বছর হজ ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্তের বাহিরে কোনো কর্মকর্তা-কর্মচারীকে সরকারি টাকায় হজে যাওয়ার সুযোগ দেওয়া হবে না।

সম্পর্কিত পোস্ট