সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

জয়ের দ্বারপ্রান্তে ডোনাল্ড ট্রাম্প, ইলেকটোরাল কলেজ ভোট ২৬৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব অঙ্গরাজ্যের ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনাও শেষের পথে। ইতিমধ্যে অধিকাংশ অঙ্গরাজ্য থেকে ফলাফল আসাও শেষ। এখন পর্যন্ত ঘোষিত ফলাফলে প্রেসিডেন্ট হিসেবে জয়ের দ্বারপ্রান্তে আছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসির খবর অনুযায়ী, ভোটগ্রহণ শেষ হয়েছে এমন অঙ্গরাজ্যগুলোয় ইলেকটোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প ২৬৬টি এবং কমলা ২১৯টি ভোট পেয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে কোনো প্রার্থীকে ম্যাজিক ফিগার ২৭০ পেতে হয়।

স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ হয়। যুক্তরাষ্ট্রের মোট ৫০টি অঙ্গরাজ্য এই ভোট হয়। এর মধ্যে ৪৩টি রাজ্যই রিপাবলিকান ও ডোমোক্রেটিক পার্টি- দুই দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। তবে এবারের নির্বাচনের জয় পরাজয় নির্ধারণে বড় ভূমিকা রাখছে দোদুল্যমান বাকি সাত অঙ্গরাজ্য। সেখানে কমলা ও ট্রাম্পের মধ্যে তুমুল লড়াই হচ্ছে। তবে দুটি দোদুল্যমান রাজ্য নর্থ ক্যারোলিনা ও জর্জিয়ায় ট্রাম্পের জয়ের পর সবার নজর ছিল পেনসিলভানিয়ায়। সেখানেও তিনি জয় পেলেন।

এদিকে প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার (০৫ নভেম্বর) রাতে ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদপ্তরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই কথা বলেন।

ট্রাম্প বলেন, আমেরিকা আমাদের একটি নজিরবিহীন ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।

তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।

সম্পর্কিত পোস্ট