সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ট্রাম্পের জয়ে আতঙ্কিত ফিলিস্তিনিবাসী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পে জয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন ফিলিস্তিনিবাসী। বিশেষ করে গাজার মানুষ উদ্বিগ্ন হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মঙ্গলবার ৫ নভেম্বর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন হয়। এতে ডেমোক্র্যাটিক পার্টির কমালা হ্যারিসকে হারিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের জয়ে নিজের ভয় প্রকাশ করে গাজার খান ইউনিসের বাসিন্দা আবু ওসামা রয়টার্সকে বলেন, “ফিলিস্তিনিদের ইতিহাসে ট্রাম্পের জয় নতুন এক বিপর্যয়। আমরা এখন পর্যন্ত (ইসরায়েলি বর্বরতায়) যেসব ধ্বংস, মৃত্যু ও সাধারণ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঘটনা প্রত্যক্ষ করেছি, এগুলোর তুলনায় সামনে যা আসছে তা আরও কঠিন হবে। রাজনৈতিকভাবে এটি হবে বিপর্যয়কর।”

নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পরপরই প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ট্রাম্পকে শান্তির জন্য কাজ করতে আহ্বান জানিয়েছে। এছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জুহরি ট্রাম্পকে বাইডেনের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

গত বছরের ৭ অক্টোবর দখলদার ইসরায়েলের বিরুদ্ধে হামাসের যুদ্ধ শুরু হয়। এতে এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ফিলিস্তিনের সাধারণ মানুষ আশঙ্কা করছেন ট্রাম্প হয়ত ইসরায়েলকে আরও সহায়তা দেবেন।

ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন জেরুজালেমকে দখলদার ইসরায়েলের রাজধানীর স্বীকৃতি দিয়েছিলেন। অথচ পুরো বিশ্ববাসী জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেয়। এছাড়াও তিনি সিরিয়ার দখলকৃত গোলানি উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন।

সূত্র: রয়টার্স

সম্পর্কিত পোস্ট