সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

‘ঢাকা রেট্রো’ কনসার্টটি ১৫ নভেম্বর সেনা প্রাঙ্গণে

ঢাকা রেট্রো শিরোনামের কনসার্টটি আগামী ১৫ নভেম্বর রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে।
নব্বই দশকের কালজয়ী চার ব্যান্ড- নগরবাউল জেমস, মাইলস, আর্ক ও দলছুট নিয়ে রাজধানীর পূর্বাচলে ঢাকা রেট্রো শিরোনামের কনসার্টটি ১৮ অক্টোবর হওয়ার কথা ছিল। ভেন্যু জটিলতা ও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছিল।
অবশেষে কনসার্টটি নতুন ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সঙ্গে বোনাস হিসেবে চার ব্যান্ডের সাথে যুক্ত করা হয়েছে ওয়ারফেজের প্রাক্তন সদস্য গিটারিস্ট অনি হাসানকে। সব মিলিয়ে কনসার্টটি দেখার জন্যে অধীর আগ্রহে শ্রোতারা।
আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশন জানিয়েছে, স্থগিত হওয়া ‘ঢাকা রেট্রো’ শিরোনামের কনসার্টটি আগামী ১৫ নভেম্বর বিকাল ৫ টায় রাজধানীর সেনা প্রাঙ্গণ হলে অনুষ্ঠিত হবে।
https://getsetrock.com/buy-ticket/dhaka-retro-bhl

সম্পর্কিত পোস্ট