সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ত্রিশালে নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ

ময়মনসিংহের ত্রিশালে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১০মণ নিষিদ্ধ রাক্ষসী পিরানহা মাছ জব্দ করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) সকালে দরিরামপুর মৎস্য আড়তে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে ১০ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা শামসুজ্জামান মাসুম সহ পুলিশের সদস্যরা।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদ বলেন, পিরানহা মাছ বাজারে বিক্রি ও পুকুরে চাষ করা নিষিদ্ধ। মাছগুলো আমরা জব্দ করেছি। নিয়ম অনুযায়ী এগুলো মাটিতে পুঁতে রাখা হবে। এটি দেখতে রূপচাঁদা মাছের মতো তাই এক শ্রেণীর মানুষ এটাকে রূপচাঁদা বলে বিক্রি করেন।
এই মাছ গুলো হোটেলে বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট