বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪

মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে ‘বোমা আরমান’ গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের রাজ হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেফতার করেছে র‍্যাব।
শুক্রবার (৮ নভেম্বর) র‍্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র‍্যাব-২।
শিহাব করিম বলেন, গত ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আরমান গ্রুপের ছোড়া বোমায় রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। এএসপি শিহাব করিম আরও বলেন, মামলায় জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-২ এর একটি দল আরমানকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে।
আরমানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সম্পর্কিত পোস্ট