রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের রাজ হত্যা মামলাসহ ৬টি মামলার অন্যতম প্রধান আসামি মো. আরমান ওরফে বোমা আরমানকে (৪২) গ্রেফতার করেছে র্যাব।
শুক্রবার (৮ নভেম্বর) র্যাব-২ এর সহকারী পুলিশ সুপার শিহাব করিম জানান, বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে জেনেভা ক্যাম্প এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে র্যাব-২।
শিহাব করিম বলেন, গত ১ নভেম্বর জেনেভা ক্যাম্পে মাদক কারবার ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় আরমান গ্রুপের ছোড়া বোমায় রাজসহ আরও ১০-১২ জন মানুষ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহত রাজকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত রাজের খালাতো বোন বাদী হয়ে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন। এএসপি শিহাব করিম আরও বলেন, মামলায় জড়িত আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল আরমানকে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্প এলাকা থেকে গ্রেফতার করে।
আরমানকে রাজধানীর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।