সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

স্বৈরাচারের প্রেতাত্মাদের রুখতে ঐক্যবদ্ধ থাকতে হবে: তানভীর হুদা 

স্বৈরশাসক শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রকাঠামোকে ভেঙে চুরমার করে ফেলেছে। ভাঙ্গা-চুরমার রাষ্ট্রকে পুনর্গঠন করতে দেশনায়ক তারেক রহমানের ৩১ দফা ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন সাবেক তথ্য ও সংস্থাপন প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরুল হুদার জ্যৈষ্ঠ পুত্র ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয় বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তানভীর হুদা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচার শেখ হাসিনা বিএনপির নেতাকর্মীদের গুম-খুন করে বাকরুদ্ধ করে রেখেছিলেন। হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়েছে কিন্তু পতিত স্বৈরাচারের প্রেতাত্মারা থেমে নেই, তারা এখনো নানা ষড়যন্ত্র করছে। তাদের মোকাবিলা করতে হবে। এ জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি আরও বলেছেন, বিএনপি দিনের ভোট রাতে চায় না, বিএনপি বিনা-প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন চায় না। বিএনপি ও তারেক রহমান চায়, আমার ভোট আমি দেবো।

মতলব উত্তর উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি সারোয়ার মজুমদার ও সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব সাহ আলম ভূইয়া।

এসময় উপস্থিত ছিলেন, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি বিল্লাল মৃধা, বিএনপি নেতা আলাউদ্দিন খান, সাবেক ইউপি চেয়ারম্যান যথাক্রমে মজিবুর রহমান ও আলাউদ্দিন, মতলব উত্তর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, জেলা মৎস্যজীবী দলের সহ সভাপতি শহিদুল ইসলাম মোল্লা, ছেংগারচর পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাহ আলম সরকার ও সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজি ও ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো. ইকবাল হোসেন স্বপন প্রমুখ।

সম্পর্কিত পোস্ট