বুধবার, ১৩ নভেম্বর ২০২৪

ক্ষমতা নয়, জনগণের মুক্তির জন্য আন্দোলন করেছি: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা আন্দোলন করেছি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নয়। আমরা আন্দোলন করেছি বাংলাদেশের জনগণের মুক্তির জন্য, দুঃশাসনের হাত থেকে রক্ষা করার জন্য ও ফ্যাসিবাদের হাত থেকে দেশটাকে বাঁচানোর জন্য।
শনিবার (৯ নভেম্বর) বিকেলে লক্ষ্মীপুর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে নেতাকর্মীদের সাথে নিয়ে এক শোভাযাত্রা শেষে শহরের ঝুমুর চত্বর এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি উল্লেখ করে তিনি এ কথা বলেন।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, তারেক জিয়াকে স্যালুট। তিনি এ জাতিকে ঐক্যবদ্ধ করার মধ্য দিয়ে আমাদের বাংলাদেশে একটি স্থিতিশীল পরিস্থিতি এনে দিয়েছেন। এখন এ স্থিতিশীল পরিস্থিতি ধরে রাখতে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট অনতিবিলম্বে জাতীয় নির্বাচন দেয়ার দাবি জানান তিনি। সে নির্বাচনের মধ্য দিয়ে জনগণের কাঙ্ক্ষিত সরকার প্রতিষ্ঠিত হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, যারা ফ্যাসিবাদ ও দু:শাসনের বিরুদ্ধে, কর্তৃত্ববাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, লড়াই করেছে, তাদের সবাইকে নিয়ে আমরা জাতীয় ঐক্যমত্যের সরকার গঠন করবো।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাছিবুর রহমান, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট হাফিজ, মিজানুর রহমান ভূঁইয়া ও মাইন উদ্দিন চৌধুরী রিয়াজসহ অনেকে।
এর আগে বিকেল ৫টায় পৌর শহরের গোডাউন রোড থেকে দিবসটি উপলক্ষ্যে একটি শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে শহরের ঝুমুর চত্বর এলাকায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

সম্পর্কিত পোস্ট