ডোনাল্ড ট্রাম্প বলেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বন্ধু। অপর দিকে মোদীও দাবি করেন যে ট্রাম্প তার বন্ধু।
প্রায় দেড় মাস আগে, সেপ্টেম্বরে, নরেন্দ্র মোদী যখন প্রেসিডেন্ট জো বাইডেনের আমন্ত্রণে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন, সেই সময়ে মি. ট্রাম্প মি. মোদীর সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছিলেন।
তখন ডোনাল্ড ট্রাম্প নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন।
গত ১৭ই সেপ্টেম্বর মিশিগানের ফ্লিন্টের টাউনহলে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী মি. ট্রাম্প বলেছিলেন, “আগামী সপ্তাহে মোদী আমেরিকা আসছেন এবং তার সঙ্গে আমার দেখা হবে। তিনি একজন চমৎকার মানুষ।”
নরেন্দ্র মোদী অবশ্য সে দফা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা না করেই ভারতে ফিরে আসেন।নির্বাচনী প্রচারণার সময় মি. ট্রাম্প বেশ কয়েকবার নরেন্দ্র মোদীর নাম নিয়েছিলেন এবং তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন।
নির্বাচনের ফলাফলে যখন অনেকটাই এগিয়ে গেছেন তখনই মি. ট্রাম্পকে একজন বন্ধু হিসেবে ‘জয়ের জন্য অভিনন্দন’ জানিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী।
এই দুজনের ‘বন্ধুত্ব’দেখার মতো ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে হিউস্টনে ‘হাউডি মোদী’ অনুষ্ঠানে।
সেই অনুষ্ঠানে মি. ট্রাম্প এবং মি. মোদী প্রায় ৫০ হাজার ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নাগরিকের উদ্দেশে ভাষণ দেন।
সেখানেই মি. মোদী স্লোগান দিয়েছিলেন ‘আবকি বার ট্রাম্প সরকার’ বলে।
আবার ২০২০ সালে মি. মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদে ‘নমস্তে ট্রাম্প’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
মি. ট্রাম্প বহুবার নরেন্দ্র মোদীকে বন্ধু বলে অভিহিত করেছেন।
সূত্র: বিবিসি