মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সাংবাদিক নির্যাতনে জড়িতদের বিচারের দাবিতে জাস্টিস ফর জার্নালিস্ট

সাংবাদিকদের নির্যাতনের জন্য যারা বিচার বিভাগের সহযোগী হিসেবে কাজ করেছেন, তাদেরসহ জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাস্টিস ফর জার্নালিস্ট।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘নির্যাতিত সাংবাদিকদের কথা’ শীর্ষক সংবাদ সম্মেলনে এ দাবি তোলে সংগঠনটির নেতারা।

তারা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সম্পাদক ও সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন। বন্ধ হয়েছে অনেক গণমাধ্যম। এমন পরিস্থিতি যাতে ভবিষ্যতে আর না হয়, তার জন্য কাজ করবে জাস্টিস ফর জার্নালিস্ট।

সংগঠনটির নেতারা আরও বলেন, মুক্ত গণমাধ্যমের জন্য তাদের এই লড়াই চলমান থাকবে। স্বাধীন গণমাধ্যম পরিপন্থী আইন বাতিল করাসহ সাংবাদিক নির্যাতনের জন্য দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানায় তারা।

এছাড়া, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আক্রান্ত সাংবাদিকদের জন্য বর্তমান সরকারের কাছে ক্ষতিপূরণের দাবিও জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে।

সম্পর্কিত পোস্ট