মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ঘাতক-দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির গ্রেফতার

একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা মণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবিরকে রাজধানীর বনানী থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে বনানীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার পিস বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আটকের সময় ডিবি পুলিশের সঙ্গে তেজগাঁও থানার ওসিও ছিলেন। যেহেতু আমার থানা এলাকা থেকে আটক হয়েছে তাই বিষয়টা আমাকে নলেজে রাখতে বলেছেন।
তিনি এখন কাদের হেফাজতে জানতে চাইলে ওসি রাসেল বলেন, তাকে ডিবি নিয়ে পুলিশ নিয়ে গেছেন। তাদের হেফাজতেই আছে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বলেন, বনানী থানায় করা হত্যা মামলায় বনানী থেকে শাহরিয়ার কবিরকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। তবে কোন হত্যা মামলায় গ্রেফতার সেটা অন্ধকারে বলতে পারছি না। তবে হত্যা মামলায় গ্রেফতার এটা কনফার্ম।

সম্পর্কিত পোস্ট