সেনাবাহিনী ও পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য সিলেটের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কানাইঘাট আদালতে আনা হয়েছে সাবেক বিচারপতি শামসুদ্দিন মানিককে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে তাকে কাঠগড়ায় তোলা হতে পারে।
গত ২৪ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজিবির হাতে আটক হন তিনি। পরদিন আদালতে তোলার সময় বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলার শিকার হন। আদালত তাকে কারাগারে পাঠালে সেখানে তার অবস্থার অবনতি হলে রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শরীরে অস্ত্রোপচার করা হয়। দীর্ঘদিন চিকিৎসা শেষে তিনি সুস্থ হয়ে ওঠলে তাকে মঙ্গলবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়।
সিলেটের কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম জানান, ৫৪ ধারায় গ্রেফতার বিচারপতি শামসুদ্দিন মানিককে ভারতে অনুপ্রবেশ চেষ্টার মামলায় জামিন দিয়েছেন আদালত। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে মামলা থাকায় তিনি এখনই মুক্তি পাচ্ছেন না। তাকে অন্যান্য মামলার কারণে সিলেট কারাগার থেকে ঢাকায় পাঠানো হবে।