প্রাইমএশিয়া ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের আয়োজনে ইইই ডে ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) জমকালো ভাবে অনুষ্ঠিত হয়ে গেলো ডিপার্টমেন্টের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীবৃন্দের ইইই ডে ২০২৪ মিলন মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শুভময় দত্ত। তিনি বলেন বর্তমান ছাত্র-ছাত্রীগণ ভবিষ্যতের জন্য কীভাবে নিজেদের গড়ে তুলতে পারে সে ব্যাপারে নিজস্ব অভিজ্ঞতার আলোকে বিস্তারিত আলোচনা করেন এগুতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল অব ইঞ্জিনিয়ার্সের কো-ফাউন্ডার ইঞ্জি. হাসান মাহমুদ।
ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার আশরাফুল আরেফিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
শিক্ষার্থীদের এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।