সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জের পাগলা উচ্চ বিদ্যালয়ে অনিয়মসহ বিভিন্ন বিষয়ে স্মারকলিপি প্রদান

নারায়ণগঞ্জ সদর উপজেলার পাগলা উচ্চ বিদ্যালয়ের অনিয়ম, অর্থ আত্মসাৎ, শিক্ষক নিয়োগে অসচ্ছতা ও নতুন কমিটি নির্ধারনের বিষয়সহ বিভিন্ন বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

পাগলা উচ্চ বিদ্যালয়ের কল্যাণ প্রত্যাশা করে উপজেলা নির্বাহী কর্মকরর্তাকে দেয়া স্মারকলিপিতে সাক্ষর করেন বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষর্থীদে অভিভাবক প্রতিনিধীবৃন্দ ও শিক্ষর্থী প্রতিনধীরা।

এসময় শিক্ষা প্রতিষ্ঠানে সার্বিক শান্তি বজায় রাখার নির্দেশনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকরর্তাও তাদের আস্বস্ত করে বলেন, যারা অপরাধমুলক কর্মকাণ্ডে জরিত তাদের আইন অনুযায়ী শাস্তির আওতায় আনা হবে। সেই সাথে দ্রুতই এসব সমস্যার সমাধান করা হবে।

এবিষয়ে শিক্ষার্থী প্রতিনিধী ও পাগলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রায়হান শরীফ বলেন, আমাদের প্রাণের শিক্ষা প্রতিষ্ঠানটিতে অনিয়ম বাসা বেঁধেছে দীর্ঘদিন। দেশ সংস্কারের চলমান ধারায় এবার সময় এসেছে এসব অনিয়ম রুখে দেওয়ার। আমরা প্রত্যাশা করি অতীত থেকে শিক্ষা নিয়ে সকল অনিয়মের গণ্ডি থেকে বেরিয়ে শিক্ষার মান উন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে পাগলা উচ্চ বিদ্যালয়।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রফিকুল ইসলাম রাজু, জিসান, ইমন, সবুজ, সফিকুল ইসলাম ও শতাধিক ছাত্র ছাত্রী ও অভিভাবক প্রতিনিধীবৃন্দ প্রমুখ।

সম্পর্কিত পোস্ট