ছোট পর্দার দুই জনপ্রিয় তারকা জিয়াউল ফারুক অপূর্ব ও সাবিলা নূর। তাদের জুটিতে অনেক নাটক আছে। গত ঈদেও তাদের জুটিবদ্ধ নাটক দর্শকপ্রিয়তা পেয়েছিলো।
আসছে কোরবানির ঈদেও থাকছে অপূর্ব-সাবিলা জুটির একাধিক নাটক। এর মধ্যে সবচেয়ে মজার নাটক হতে যাচ্ছে ‘পান্তা ভাতে ঘি’।
নাটকটির গল্প রচনা করেছেন রাজীব আহমেদ আর নির্মাণ করেছেন বি ইউ শুভ। সম্প্রতি নাটকটির চিত্রায়ণ সম্পন্ন করেছেন সিএমভি।
রাজীব আহমেদ বলেন, যেহেতু ঈদ উৎসবের জন্য করা, তাই শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে নাটকটি লেখা। তবে হাসার ছলে দর্শকদের জন্য ছোট্ট একটা মেসেজও দিয়ে গেছি আমরা। আমার ধারণা এটি ঈদের অন্যতম সফল নাটকে পরিণত হবে।
নাটকটির প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু বলেন, ঈদ উপলক্ষে সিএমভির ব্যানারে নির্মিত হচ্ছে আরও এক ডজন তারকাখচিত নাটক। যার মধ্যে অন্যতম ‘পান্তা ভাতে ঘি’। সবকয়টি কাজ ঈদের সাত দিনে ধারাবাহিকভাবে উন্মুক্ত হবে প্রতিষ্ঠানটির ইউটিউব