ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে রিজভী জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগিরই নতুন কমিটি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এর আগে গেল ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের এই আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করে বিএনপি। ঢাকা মহানগর উত্তর বিএনপির এই কমিটিতে আহ্বায়ক ছিলেন সাবেক যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব। এবং সদস্যসচিব ছিলেন আমিনুল হক।