মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

‘ঢাকা ক্যাপিটালস’ নামে বিপিএল খেলবে শাকিবের দল

ঘরোয়া ক্রিকেটে সবচেয়ে জৌলুসপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী ডিসেম্বরে আসরটির একাদশ সংস্করণ মাঠে গড়াবে। এর আগে আলোচনায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি। এবার এটির মালিকানা পেয়েছেন চিত্রজগতের তারকা শাকিব খান। মালিক বদলে যাওয়ায় গত আসরের নামে এবার আর অংশ নেবে না দলটি। আসরে ‘ঢাকা ক্যাপিটালস’ নামে খেলবে তারা।
বিদেশি টি-টোয়েন্টি লিগে ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম পরিবর্তনের ঘটনা খুবই কম। কিন্তু নানা জটিলতায় বিপিএলের প্রায় প্রতিটি আসরেই দলগুলোর নামে পরিবর্তন আসে। এবারও ব্যতিক্রম নয়। রাষ্ট্রক্ষমতায় পালাবদলসহ বিভিন্ন কারণে বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবার অংশ নিচ্ছে না। তাদের বদলে তিন আসর পর বিপিএলে ফিরছে রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি। সবমিলিয়ে নানা পরিবর্তন নিয়ে এবারের বিপিএল মাঠে গড়াবে।
সবশেষ বিপিএলে ‘দুর্দান্ত ঢাকা’ নামে অংশ নিয়েছিল রাজধানীর দলটি। এবার দল নিতে আগ্রহী না হওয়ায় তাদের স্থলাভিষিক্ত হয়েছে ‘ঢাকা ক্যাপিটালস’। বুধবার দলটির লোগো উন্মোচন করেন চিত্রনায়ক শাকিব খান। দলের নাম নির্বাচন নিয়ে তিনি বলেছেন, ‘আসন্ন বিপিএলে আমাদের টিমের নাম সাজেস্ট করতে দেশ-বিদেশের আমার ভালোবাসার মানুষ এবং ক্রিকেটপ্রেমীরা অনেক রেসপন্স করেছেন, যা দেখে সত্যি উচ্ছ্বসিত হয়েছি। তাই সবার মতামতকে প্রাধান্য দিয়ে আমাদের টিমের নাম চূড়ান্ত করা হয়েছে ঢাকা ক্যাপিটালস।’
বিপিএলে নতুন নামে অংশ নিয়ে হারানো গৌরব ফিরে পেতে চাইছে ঢাকা। কেননা কুমিল্লার পর দ্বিতীয় সর্বোচ্চ তিনবার শিরোপা জিতেছে ঢাকারই ফ্র্যাঞ্চাইজ। যে কারণে শক্তিশালী দল গড়তে চাইছেন শাকিবরা। সেই চাওয়া কতটা পূর্ণ হবে, তা সপ্তাহ দুয়েক পরই জানা যাবে। কেননা চলতি মাসের ১৪ তারিখ অনুষ্ঠিত হবে একাদশ বিপিএলের প্লেয়ার্স ড্রাফট। সবকিছু ঠিকঠাক এগোলে ড্রাফটের খেলোয়াড় তালিকায় তামিম ইকবালের নাম থাকছে না। তবে ড্রাফট অনুষ্ঠানে তারকা ওপেনার থাকবেন, এমনটাই ধারণা। কেননা গত আসরের মতো এবারও ফরচুন বরিশালকে নেতৃত্ব দেবেন তিনিই।
গুঞ্জন শোনা গিয়েছিল, এবারের বিপিএলে নাও খেলতে পারেন তামিম। সেই গুঞ্জন সত্যি হয়নি। আসন্ন বিপিএলেও বরিশালের হয়ে মাঠ মাতাবেন তামিম। সেটাও অধিনায়ক হিসেবে। ফরচুন বরিশালের ফেসবুক পেজে এমনটাই জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।’ তামিম অবশ্য এর আগেই ক্রিকেটে ফিরছেন। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) আয়োজনে সিক্সটি স্ট্রাইক্স টুর্নামেন্টে টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলবেন তিনি।

সম্পর্কিত পোস্ট