মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ইসলামাবাদে ঢোকার প্রবেশপথ ও মোবাইল নেটওয়ার্ক বন্ধ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী কারাবন্দি ইমরান খানের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ঠেকাতে রাজধানী ইসলামাবাদে ঢোকার প্রবেশপথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান সরকার। এমনকি মোবাইল নেটওয়ার্ক সেবাও বন্ধ করে দিয়েছে।
শুকবার (৪ অক্টোবর) বার্তা সংস্থা রয়টার্স ও পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গত মাস থেকে ইমরান খানের মুক্তির দাবি এবং জোট সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লাগাতার বিক্ষোভ করে আসছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় শুক্রবার ইসলামাবাদে সমাবেশের ডাক দিয়েছিল ইমরান খানের দল পিটিআই।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে প্রবেশ ও বের হওয়ার পথে জাহাজের কন্টেইনার দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে। রাস্তায় মোতায়ের করা হয়েছে শত শত পুলিশ ও প্যারামিলিটারি সদস্য। একই সঙ্গে নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের জমায়েত। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহশিন নাকভি গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেন, ইসলামাবাদে কেউ বিক্ষোভ করার চেষ্টা করলে আমরা অবশ্যই তা প্রতিহত করব।
এদিকে নিজ সমর্থকদের ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ’ করতে জেল থেকে আহ্বান জানিয়েছেন ইমরান খান। ইসলামাবাদ থেকে ডনের এক প্রতিনিধি জানান, আজ সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক সেবা বন্ধ রাখা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
মোবাইল নেটওয়ার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করে রাওয়ালপিন্ডি শহরের পুলিশ কর্মকর্তা (সিপিও) খালিদ হামদানি বলেন, নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোটরসাইকেলের পেছনে বসে যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক ও মেট্রোসেবা অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যারা শান্তি ও আইনশৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত পোস্ট