মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বরিশালে কীটনাশক পান, একজনের মৃত্যু, দুইজন চিকিৎসাধীন

বরিশালের আগৈলঝাড়ায় তিন স্থানে পারিবারিক কলহের কারণে বিষপান (কীটনাশক) পান করে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।

পারিবারিক, স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারনে শুক্রবার (২ জুন ২০২১) আনুমানিক রাত দশটার দিকে উপজেলার গৈলা ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামের আব্দুল হক সরদারের ছেলে নেয়ামুল সরদার (৩৪) ঘরে থাকা কীটনাশক পান করে।

নেয়ামুলকে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে শুক্রবার রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়।

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের গৌরাঙ্গ হালদারের ছেলে সজীব হালদার (১৮) পারিবারিক কলহের কারনে অভিমান করে ঘরে থাকা কীটনাশক পান করে। সজিবকে প্রথমে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে সজীব মারা যায়।

একইদিন পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের কমল মন্ডলের স্ত্রী সুপ্রিয়া মন্ডল (২৫) পারিবারিক কলহের কারনে ঘরে থাকা কীটনাশক পান করে। সুপ্রিয়া মন্ডলকে মুমূর্ষ অবস্থায় আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

সম্পর্কিত পোস্ট