জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান বলেছেন, জনরোষ থেকে বাঁচার জন্য, বিচার থেকে বাঁচার জন্য বিতর্কিত পুলিশ কর্মকর্তারা পালিয়ে বেড়াচ্ছেন। এসব বিতর্কিতদের তালিকা প্রকাশ করতে হবে। যাতে দেশ ও জাতি তাদের মুখোশ, অপকর্ম সম্পর্কে জানতে পারে, সতর্ক থাকতে পারে।
শুক্রবার (৪ অক্টোবর) সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। জানা গেছে, সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল হবিগঞ্জ জেলার যৌথ উদ্যোগে এ কর্মিসভা অনুষ্ঠিত হয়।
রাজীব বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশ প্রশাসন থেকে শত শত সদস্য পালিয়ে গেছেন। তারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন। ওই সরকারের অপকর্মের অংশীদার ছিল এসব পুলিশ কর্মকর্তা। ছাত্র-জনতার আন্দোলনে আন্দোলনকারীদের হয়রানি, নির্যাতনসহ নির্বিচারে গুলি করে শত শত ছাত্র-জনতা হত্যার নির্দেশদাতা বিতর্কিত এসব কর্মকর্তা এখন লাপাত্তা।
রাজীব আহসান বলেন, যুগে যুগে সব অন্যায়, সব অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে তরুণরা। তারাই স্বৈরাচারের গুলির সামনে বুক পেতে দিয়েছে।
ফ্যাসিবাদ শেখ হাসিনার দুর্বিষহ শোষণের বিরুদ্ধেও এ দেশের ছাত্র-জনতা অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, এই তরুণদের ঐক্যবদ্ধ প্রতিবাদে স্বৈারাচার হাসিনা পালিয়ে গেলেও দায়িত্ব শেষ হয়নি। এখন নতুন করে দেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসতে হবে।
রাজীব আহসানের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, যুবদলের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, যুবদলের সংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনসহ জেলা ও মহানগরের তিন সংগঠনের নেতারা আলোচনায় অংশ নেন।