মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

বেফাঁস মন্তব্য করে আবারও বিপাকে বলিউড অভিনেত্রী ও সাংসদ কঙ্গনা

আবারও বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়লেন বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাউত। মহাত্মা গান্ধী ও লাল বাহাদুর শাস্ত্রীর জন্মবার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নতুন বিতর্ক উসকে দিলেন তিনি। কয়েক দিন আগে কংগ্রেস দাবি করেছে, জাতির জনক হিসেবে মহাত্মা গান্ধীর মর্যাদা  হ্রাস পেয়েছে।
এই দাবির পাল্টা হিসেবে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কঙ্গনা রানাউত লিখেছেন, ‘দেশের কোনো পিতা হয় না, লাল (সন্তান) হয়, ধন্য এই ভারতমাতার সন্তানরা।’
অন্য একটি ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা ভারতে গান্ধীর স্বচ্ছতার উত্তরাধিকার বহন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কৃতিত্ব দিয়েছেন। এর ফলে কংগ্রেস পার্টির তরফ থেকে একাধিক আক্রমণাত্মক পোস্ট এসেছে কঙ্গনার বিরুদ্ধে। অনেকেই তার মন্তব্যকে অশ্লীল এবং নিন্দনীয় বলে অভিহিত করেছেন।
পাঞ্জাবের বর্ষীয়ান বিজেপি নেত্রী মনোরঞ্জন কালিয়াও গান্ধী জয়ন্তী নিয়ে কঙ্গনার মন্তব্যের সমালোচনা করে বলেন, ‘রাজনীতি কঙ্গনার ক্ষেত্র নয়।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি বলেন, ‘গান্ধীজির ১৫৫তম জন্মবার্ষিকীতে কঙ্গনার করা মন্তব্যের নিন্দা করছি। স্বল্প রাজনৈতিক জীবনে বিতর্কিত মন্তব্য করার অভ্যাস গড়ে তুলেছেন তিনি। রাজনীতি তার জন্য নয়।
রাজনীতি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কথা বলার আগে ভাবতে হবে তার বিতর্কিত মন্তব্য দলের জন্য অশান্তি ডেকে আনছে।’ এর আগেও বিভিন্ন বিষয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন কঙ্গনা।

সম্পর্কিত পোস্ট