মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

কোপার ফাইনালে ব্রাজিল

  • স্পোর্টস ডেস্ক

কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

মঙ্গলবার (৬ জুলাই ২০২১) বাংলাদেশ সময় ভোরে রিও দে জেনেইরোর অলিম্পিক স্টেডিয়ামে পেরুর মুখোমুখি হয় তিতের শিষ্যরা।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৪-০ গোলে উড়িয়ে দেয়া পেরুকে আবারও হারিয়ে দিল নেইমাররা। খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। তবে রক্ষণভাগটাও সামলায় সমান ভাবে।

ম্যাচের আট মিনিটের মাথায় এগিয়ে যেতে পারত সাম্বা বিগ্রেডোরা। ডি-বক্সে পাকুয়েতার পাস থেকে পাওয়া বল শট নেন নেইমারকে। তবে অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১৯ মিনিটে আবারও শট নেন নেইমার কিন্তু এবারও দেয়াল হয়ে দাঁড়ান পেরুর গোলরক্ষক।

তবে সুফলও আসে ম্যাচের প্রথমার্ধেই। ৩৫ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে বল পেয়ে ডি-বক্সে ঢুকে যান নেইমার। তিনজনকে কাটিয়ে পাস দেন পাকুয়েতাকে। বাকি কাজ সারতে আর দেরি হয়নি, স্বাগতিক ব্রাজিল এগিয়ে যায় ১-০ গোলে।

দ্বিতীয়ার্ধে দেখা যায় বদলে যাওয়া পেরুকে। ব্রাজিলের রক্ষণভাগে একের পর এক আক্রমণ করতে থাকলেও আঁটকে দেন ব্রাজিলের গোলরক্ষক।

তবে ৮১ মিনিটের মাথায় সমতায় ফেরার সুযোগ আসলেও পারেনি পেরু। ইয়োতুনের ফ্রি কিক লাফিয়ে হেড করেন আলেকসান্দার কায়েন্স, তবে লক্ষ্যভ্রষ্ট হয়।

বাকি সময়ে আর কোনও সুযোগ আসেনি দুই দলের সামনে। অতিরিক্ত পাঁচ মিনিট সময় পেলেও কাজে লাগাতে পারেনি গতবারের রানার্স-আপরা। ১-০ ব্যবধানের জয়ে কোপার ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল।

সম্পর্কিত পোস্ট