মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন ছিনিয়ে নিয়ে নাশকতা চালিয়েছে বিএনপি-জামায়াতসহ সন্ত্রাসীরা। শুধু তা-ই নয়, সহিংসতা নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে অপতথ্য ছড়ানো হয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হামলা কতটা ভয়াবহ হয়েছে, তা দেশবাসী দেখেছে। বিটিভিতে যখন হামলা ও অগ্নিসংযোগ করা হয়, তখন সেখান থেকে কর্মকর্তারা ফোনে ভয়াবহ পরিস্থিতির কথা আমাদের জানিয়েছেন। তারা বলেছেন, স্যার আমাদের বাঁচান। এজন্যই সরকার কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। এর আগ পর্যন্ত আমরা ধৈর্যের পরিচয় দিয়েছি। প্রধানমন্ত্রী রায়ের বিষয়ে শিক্ষার্থীদের ধৈর্য ধরতে বলেছিলেন। কিন্তু আন্দোলনকারীদের ব্যবহার করে নাশকতাকারীরা ধ্বংসযজ্ঞ চালিয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে। তারা বিটিভিতে আগুন দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, সেতু ভবন, বিআরটিএ ভবন তারা জ্বালিয়ে দিয়েছে। মেট্রোরেলের গুরুত্বপূর্ণ স্টেশনগুলো জ্বালিয়ে দিয়েছে। অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে চায়।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন- আইনমন্ত্রী আনিসুল হক, জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

সম্পর্কিত পোস্ট