মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

হাশেম সাফিউদ্দিনের মৃত্যু নিশ্চিত করল হিজবুল্লাহ

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর শীর্ষস্থানীয় প্রয়াত নেতা হাশেম সাফিউদ্দিনের মৃত্যু নিশ্চিত করেছে সংগঠনটি।
বুধবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, কয়েক সপ্তাহ আগে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর অন্যতম শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন নিহত হন।
এর আগে মঙ্গলবার এক বিবৃতিতে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দাবি করে , তিন সপ্তাহ আগে একটি হামলায় হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দীন এবং হিজবুল্লাহর গোয়েন্দা অধিদফতরের প্রধান আলী হুসেইন হাজিমা নিহত হয়েছেন।
হাশেম সাফিউদ্দিন হিজবুল্লাহর প্রয়াত প্রধান হাসান নাসরুল্লাহর চাচাত ভাই। তিনি হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিলের প্রধান ছিলেন।

সম্পর্কিত পোস্ট