মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল

অস্ট্রেলিয়ায় প্রায় দুই সপ্তাহ পারিবারিক সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
তবে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে তেমন কথা বলেননি বিএনপি মহাসচিব। দেশের অবস্থা কেমন দেখছেন? এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘দেশ ভালো আছে। ইনশাআল্লাহ ভালো হবে। আমি ভালো আছি পরে আপনাদের সাথে কথা হবে। ধন্যবাদ।’ এইটুকুই বলে বিদায় নিয়ে গাড়ীতে উঠেন তিনি।
এর আগে গত ১১ অক্টোবর সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন মির্জা ফখরুল। বড় মেয়ে ডা. শামারুহ অস্ট্রেলিয়া থাকেন। সেখানে মেয়ের সঙ্গে কয়েক দিন সময় কাটান বিএনপি মহাসচিব।

সম্পর্কিত পোস্ট