মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আগুনে পুড়েছে বসতঘর। শনিবার (২ নভেম্বর)রাত ১১টা ৪০মিনিটের দিকে মরিয়মনগর ইউনিয়নের পাশে এ ঘটনা ঘটে।
আগুনে স্থানীয় মোহাম্মদ ইসহাক আহমদ একাধিক কক্ষ বিশিষ্ট ৪০/৩০ ফুট পরিমাপের কাঁচা টিনের বসতঘর আগুন লাগে,তবে আগুনে কেউ আহত-নিহত নেই। এ অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ তদন্ত সাপেক্ষে জানা যাবে এবং আগুনে পুড়ে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাহেদুর রহমান বলেন, রাঙ্গুনিয়া মরিয়মনগর ইউনিয়নের পাশের গ্রামে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস। ৪৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি আগুন নির্বাপনে কাজ করে।

সম্পর্কিত পোস্ট