মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
অভিনেত্রী শমী কায়সারকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। সোমবার রাতে রাজধানীর উত্তরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) রওনক জাহান। আওয়ামী সরকারের আমলে নানা ঘটনায় আলোচনায় থাকতেন অভিনেত্রী শমী কায়সার। ব্যক্তিজীবন নিয়েও ছিলেন আলোচনায়। সবশেষ ছাত্র- জনতার আন্দোলনের সময় ‘আলো আসবেই’ নামে খোলা হোয়াটসঅ্যাপ গ্রুপে তার অবস্থান নিয়ে আছে বিতর্ক। কারণ গ্রুপটি খোলা হয়েছিল ছাত্রদের আন্দোলনের বিরুদ্ধে।
এর আগে গত ১৪ অক্টোবর শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে মাগুরার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করা হয়েছে। মো. রেজোয়ান কবির নামে এক ব্যক্তি বাদী হয়ে মামলাটি করেন।
মামলার বাদী রেজোয়ান কবির জানিয়েছিলেন, গত ১৬ বছর তিনি নানা সময়ে বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন। তিনি প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে মানুষকে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। মামলা করেছি যেন তিনি তার মিথ্যা কথার জন্য শাস্তি পান।

সম্পর্কিত পোস্ট