মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পটুয়াখালিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান মামুন বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল লড়াই করবে, এই আসনে জাতীয়তাবাদী সৈনিকেরা যাকে চাইবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান তাকেই মনোনয়ন দেবেন।

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দশমিনা মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে দশমিনা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

হাসান মামুন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনসাধারনের নিরাপত্তায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে যাচ্ছে। কারো উপর কোন হামলা হতে আমরা দেইনি।

তিনি আরো বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী হিন্দু মুসলিম বৌদ্ধ খৃষ্টান আমরা এই জনপদে ঐক্যবদ্ধ ভাবে বসবাস করছি। আপনাদের কোন সমস্যা সৃস্টি হলে আমরা তা প্রতিহত করব। সকলে সমন্বিত ভাবে কাজ করে আগামী নির্বাচনে জাতীয়তাবাদী দলের বিজয় ছিনিয়ে আনবো।

তিনি সকল ধরনেন সহযোগিতার আস্বাস দিয়ে দলের নেতাকর্মীদের আগামী নির্বাচন পর্যন্ত মাঠে কাজ করার আহবান জানান।

দশমিনা উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম তালুকদারের সভাপত্বিতে জনসভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয়, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত পোস্ট