সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মঞ্চ

আজ ১০ নভেম্বর শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের ডাকা বিক্ষোভ মিছিলের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সমাবেশ করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশের জন্য মঞ্চ তৈরির কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ইতোমধ্যে মঞ্চ তৈরির কাজ প্রায় শেষের পথে। লাগানো হয়েছে আশপাশে মাইক। গুলিস্তান জিরো পয়েন্ট বঙ্গবন্ধু স্টেডিয়াম, পল্টন মোড় সহ আশপাশের এলাকায় মাইক লাগানো হয়েছে।

এদিন বেলা সাড়ে ১১ টায় টায় মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করতে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম। তাদের সঙ্গে সংগঠনটির নেতাকর্মীরাও আসেন। একইসঙ্গে গুলিস্তান জিরো পয়েন্ট ও আশপাশের এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা পাহারা দিচ্ছেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, কোন ফ্যাসিবাদীদের এদেশে আর ঠাই হবে না। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল ও খুনি শেখ হাসিনাকে এদেশে ১০০ বছরেও রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তাদের এদেশে আনা হবে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য।

তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। কিন্তু এই খুনি হাসিনা বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না। তারা আজকে যে কর্মসূচি ঘোষণা দিয়েছে, আমরা কোনভাবেই সেই কর্মসূচি সফল হতে দেব না। শুধু রাজধানীর জিরো পয়েন্টেই নয় সারা দেশের কোথাও তাদের দাঁড়াতে দেওয়া হবে না।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলাম বলেন, আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট দল ও খুনি শেখ হাসিনাকে এদেশে রাজনীতি করার কোন সুযোগ দেওয়া হবে না। তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। তারা বলেছে ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে বিক্ষোভ মিছিল করবে।

আমরা ভাঙচুর করলে সেগুলোর ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে। তারা হয়তো জানে না আমেরিকার পররাষ্ট্রনীতি বদলায় না। এখন তাদের সময় আছে আমেরিকার পরিস্থিতি সম্পর্কে তাদের জ্ঞান নেওয়ার। তাই তাদের বলবো আমেরিকার পররাষ্ট্রনীতি সম্পর্কে আপনারা জানুন। ভয় দেখিয়ে কোন লাভ নেই। শুধু রাজধানীর জিরো পয়েন্টেই নয় দেশের কোথাও এই ফ্যাসিস্টদের দাঁড়াতে দেওয়া হবে না।

সম্পর্কিত পোস্ট