মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রূপগঞ্জের জুস কারখানায় অগ্নিকাণ্ডে দোষীদের বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জ রূপগঞ্জের সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেড কারখানায় আগুনের ঘটনায় মামলা হয়েছে। এখন তদন্ত হবে ও দোষীদের বিচার হবে।

শনিবার (১০ জুলাই ২০২১) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে ঘটনাটি ঘটেছে অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মান্তিক। যারা মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আশা করছি, যারা অসুস্থ, তারা সুস্থ হয়ে ফিরে আসবেন।

এদিকে ছাদে তালাবদ্ধ ছিল এমন অভিযোগ সম্পর্কে আসাদুজ্জামান খান কামাল তার বক্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, তদন্তের সামান্যতম ত্রুটি বা গাফিলতি পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সম্পর্কিত পোস্ট