- ক্রীড়া ডেস্ক
প্রতিটি বিশ্বকাপেই ভক্ত-সমর্থকদের চাওয়া থাকে ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল। কিন্তু বিশ্বকাপের ৯১ বছরের ইতিহাসে এই দুই চির প্রতিদ্বন্দ্বী ফাইনালে কখনো মুখোমুখি হয়নি। তবে, কোপা আমেরিকার ফাইনালে তারা অনেকবারই মুখোমুখি হয়েছে।
২০০৭ সালে কোপা আমেরিকার ফাইনালে সর্বশেষ মুখোমুখি হয়েছিল লাতিন আমেরিকার চিরপ্রতিদ্বন্দ্বী এই দুইটি দল। ১৪ বছর পর আবারও বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে।
ইতিহাস বলছে, বড় আসরে ব্রাজিলের কাছে পাত্তাই পায় না আর্জেন্টিনা। এর আগে ২০০৭ সালের কোপা ফাইনালে ৩-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। ২০১৯ কোপা আমেরিকার সেমিফাইনালেও ২-০ গোলে জয় পেয়েছিল ব্রাজিল। এবারর কী সেই ফলের পুনরাভিত্তি হবে নাকি ফল বদলাবে?
ব্রাজিল:
- বিশ্বকাপজয়ী ৫বার
- কোপা আমেরিকাজয়ী ৯বার
- কোপা আমেরিকায় ৩৩ বারের মধ্যে জয়ী ১০বার, ড্র ৮বার
- আর্জেন্টিনার বিরুদ্ধে গোল করেছে ৪০টি
- বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৪ বার। জয়ী ২বার ড্র ১ বার, গোল করেছে ৫টি
- বিশ্বকাপ বাছাই পর্ব মুখোমুখি হয়েছে ৮ বার। জয়ী ৪ বার ড্র ২ বার
- ফিফা কনফেডারেশন্স কাপে মুখোমুখি হয়েছে ১ বার। জয়ী ১ বার, গোল ৪টি
- সব প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ১০৭ বার। জয়ী ৪৩বার ড্র ২৫ বার
- সব প্রতিযোগিতায় গোল করেছে ১৬৬টি
আর্জেন্টিনা:
- বিশ্বকাপজয়ী ২বার
- কোপা আমেরিকাজয়ী ১৪বার
- কোপা আমেরিকায় ৩৩ বারের মধ্যে জয়ী ১৫বার, ড্র ৮বার
- ব্রাজিলের বিরুদ্ধে গোল করেছে ৫২টি
- বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৪ বার। জয়ী ২বার ড্র ১ বার, গোল করেছে ৫টি
- বিশ্বকাপ বাছাই পর্ব মুখোমুখি হয়েছে ৮ বার। জয়ী ২ বার ড্র ২ বার
- ফিফা কনফেডারেশন্স কাপে মুখোমুখি হয়েছে ১ বার। জয়পায়নী গোল করছে ১টি
- সব প্রতিযোগিতায় মুখোমুখি হয়েছে ১০৭ বার। জয়ী ৩৯বার ড্র ২৫ বার
- সব প্রতিযোগিতায় গোল করেছে ১৬১টি
এবার ফাইনালের দিকে তাকিয়ে পুরো ফুটবল বিশ্ব। এখন দেখার বিষয়, কোপা আমেরিকা-২০২১ এর ফাইনালে নেইমার ও মেসি, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেকর্ড কতটা বদলাতে পারেন।