মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রাজধানী ভাটারায় ৪৩ লাখ টাকার জালনোটসহ আটক ৫

· নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ভাটারা থানাধীন নুরেরচালার সাঈদনগর এলাকায় জাল টাকার কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

সোমবার (১২ জুলাই ২০২১) ভোর থেকে সাঈদনগর নূরেরচালা এলাকার একটি বাসায় গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল অভিযান শুরু করে। ওই অভিযানে ৪৩ লাখ টাকার জালনোটসহ ৫ জনকে আটক করা হয়েছে।

গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান জানান, অভিযানে ৪৩ লাখ টাকার সমমূল্যের জাল নোট উদ্ধারসহ জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।

তিনি বলেন, ‘কোরবানির ঈদকে ঘিরে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র জাল টাকার কারবার শুরু করেছে। আমাদের গোয়েন্দা কার্যক্রমের মধ্যেই ভাটারায় এই জাল টাকার কারখানার সন্ধান মেলে। সেখান থেকে ৪৩ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।’

সম্পর্কিত পোস্ট