মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

গুলশানের নতুন ডিসি আসাদুজ্জামান

  • বিশেষ প্রতিনিধি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মতিঝিল বিভাগের ডিসি ছিলেন।

সোমবার (১২ জুলাই ২০২১) ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ ঢাকা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আসাদুজ্জামানের গুলশানে বদলির আদেশটি স্বাক্ষর করেছেন মোহা. শফিকুল ইসলাম।

ডিএমপি জানায়, সম্প্রতি গুলশান বিভাগের ডিসি সুদীপ কুমার চক্রবর্ত্তীকে বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়েছে। তার পদে আসাদুজ্জামানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়েছে, সুদীপ কুমার বগুড়ার এসপি হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই আসাদুজ্জামানকে গুলশানে বদলির আদেশটি কার্যকর হবে।

উল্লেখ্য, মো. আসাদুজ্জামান বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক।

 

সম্পর্কিত পোস্ট