মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

ইংল্যান্ডকে কাঁদিয়ে ইতালির ইউরো জয়

  • ক্রীড়া ডেস্ক

এবারের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ লড়াইয়ের আগে ইতালির জায়গা ছিল না ফেবারিট তালিকায়। ফুটবল বিশ্লেষকদের সব হিসেব উল্টে দিয়ে ইউরো ২০২০ এর চ্যাম্পিয়ন হলো ইতালি। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ সমতার পর টাইব্রেবকারে ইংল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসলো চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি।

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরো কাপের টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচে শুরুতেই এগিয়ে যায় স্বাগতিক ইংল্যান্ড। ম্যাচের মাত্র ২ মিনি গোল করে ইউরোর রেকর্ডবুকে নাম লেখান ইংলিশ ডিফেন্ডার লিউক শ। ৬৭ম মিনিটে লিওনার্দো বোনুচ্চির গোলে সমতায় ফেরে ইতালি। অতিরিক্ত সময়েও ফল না আসায় ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শ্যূটআউটে।

আজ্জুরি শিবিরের হয়ে পেনাল্টি মিস করেন আন্দ্রেয়া বেলোত্তি ও জর্গিনহো। কিন্তু ইংলিশদের হয়ে পেনাল্টি শ্যূটআউটে ব্যর্থ হন মার্কাশ রাশফোর্ড, জ্যাডন সানচো ও বুকায়ো সাকা।

৫৩ বছর পর দ্বিতীয়বারের মতো ইউরোর শিরোপা জিতলো ইতালি। সর্বশেষ ১৯৬৮ সালে এই আসরের শিরোপা ঘরে তুলেছিল চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ওটাই ছিল ইতালির প্রথম ইউরো। এরপর কেবল সময়ই গেছে, দুটি আসরে ফাইনালও খেলেছে আজ্জুরিরা; কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি। অবশেষে ফুরালো তাদের অপেক্ষা।

সম্পর্কিত পোস্ট