- দেশকাল২৪.কম ডেস্ক
রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসানের শ্বশুর এবং বরগুনা জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি… রাজিউন)।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২১) বিকাল ৫ টা ৪০ মিনিটে আনোয়ার খান মর্ডান হসপিটালে কোভিড আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো ৬১ বছর ।
তিনি স্ত্রী, চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আগামীকাল শুক্রবার তার নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. জহিরুল হক নান্না ও সেক্রেটারী মো. আতিকুল হক সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। শোক প্রকাশ করেছেন বরগুনার আমতলী আইনজীবী সমিতির সদস্যরা।