- আন্তর্জাতিক ডেস্ক
সহিংসতা ঠেকাতে ও তালেবান আগ্রাসন কমাতে ৩১ টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে। আফগানিস্তান সরকার।
শনিবার (২৪ জুলাই ২০২১) থেকে প্রায় সমগ্র আফগানিস্তানজুড়ে কারফিউ জারি করেছে আফগান সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানজায়, রাজধানী কাবুল ছাড়াও অন্য দুটি প্রদেশে ১০ টা থেকে ৪ টা পর্যন্ত সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।
আফগানিস্তান থেকে স্থায়ীভাবে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরুর পর থেকেই গত দুই মাস ধরে তালেবান ও আফগান সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ চরমে উঠেছে।
দেশের প্রায় অর্ধেক অঞ্চল এই মুহূর্তে তালেবানদের দখলে। বিভিন্ন সীমান্ত এলাকা ও গ্রামাঞ্চল দখলে নেওয়া অব্যহত রেখেছে তারা।
২০ বছর আগে আফগানিস্তানে মার্কিন অনুঃপ্রবেশের মাধ্যমে তালেবানদের ক্ষমতা থেকে উৎখাত করা হয়। বর্তমানে তালেবানরা আফগানিস্তানের প্রধান সড়কগুলোও নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে এবং পণ্য সরবরাহের রুটগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিতে চাইছে।
তবে একাধিক মূল শহর দখলের দিকে তারা এগিয়ে গেলেও, এখন পর্যন্ত কোনো মূল শহর পুরোপুরি নিজেদের দখলে আনতে পারেনি।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘সহিংসতা ঠেকাতে ও তালেবান আগ্রাসন কমাতে ৩১ টি প্রদেশে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।’ তবে কাবুল, পঞ্জশির ও নাঙ্গারহার এই কারফিউর আওতামুক্ত থাকবে বলে জানানো হয়।
তালেবানরা এগিয়ে আসতে থাকার সঙ্গে সঙ্গে চলতি সপ্তাহে কান্দাহারের শহরতলি এলাকায় প্রচন্ড সংঘর্ষ হয় দুই পক্ষের।
এর জবাবে তালেবান যোদ্ধাদের বিরুদ্ধে বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। কিন্তু ৩১ আগস্টের মধ্যে আফগানিস্তান থেকে স্থায়ীভাবে সকল মার্কিন সৈন্য প্রত্যাহারের চুক্তি হওয়ায়, আগামী দিনগুলো নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে।
গত জুন মাসে কর্মকর্তাদেরকে দেওয়া এক মূল্যায়ন অনুযায়ী, কিছু মার্কিন ইন্টেলিজেন্স বিশ্লেষকের ধারণা, তালেবানরা আগামী ছয় মাসের মধ্যেই দেশটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিতে পারে।
সূত্র: বিবিসি