- ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার রণাঙ্গনের সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা হৃদ্রোগে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)।
রোববার (২৫ জুলাই ২০২১) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮১) বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।
পরিবার সূত্র জানায়, মুক্তিযোদ্ধা সংসদের একজন সংগঠক, সবার পরিচিত গোলাম মোস্তফা হৃদ্রোগে আক্রান্ত হয়ে প্রথমে যশোর সদর হাসপাতাল ও পরে ঢাকায় ভর্তি হন। রোববার বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সোমবার সকাল ৮টায় রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার ও নামাজের জানাজা শেষে তাকে দাফন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শফিকুল আজম খাঁন চঞ্চল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর সুলতাসুজ্জামান লিটন, সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ, পৌর মেয়র আব্দুর রশিদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মালেক গাজি, যুদ্ধকালীন কমান্ডার ফয়জুর রহমান চৌধুরী, সাংবাদিক আবুল হোসেন লিটন, অসীম মোদকসহ অনেকে।