- ময়মনসিংহ প্রতিনিধি
কঠোর লকডাউনের চতুর্থ দিনেও ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকামুখী মানুষের উপচেপড়া ভিড় ছিল। সরকারি স্বাস্থ্যবিধি উপেক্ষা করে গাদাগাদি করে জীবিকার তাগিদে ছুটছে ঢাকার পথে।
সোমবার (২৬ জুলাই ২০২১) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল বাসস্ট্যান্ডে কঠোর লকডাউন উপেক্ষা করে পিকআপে জীবনের ঝুঁকি নিয়ে শিশুসহ নারী ও পুরুষ ছুটছেন ঢাকার পথে। এ সময় ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর কোনো তৎপরতা।
যাত্রীদের সঙ্গে কথা বললে জানান, কোরবানির ঈদে বাড়িতে গিয়েছিল। এখন রোজগার নাই, তাই পেটের তাগিদে জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা যাচ্ছি। লকডাউনে গাড়ি নাই, তাই পিকআপে কষ্ট করে হলেও ঢাকা যাইতে হবে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, পুলিশ মাঠে নিয়মিত টহল দিচ্ছে। তারপরেও ওখানে কীভাবে এমনটি ঘটল তা আমরা খতিয়ে দেখছি। তিনি বলেন, বিষয়টি আমার নলেজে নেই।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে আমরা সর্বাত্বক মাঠে কাজ করে যাচ্ছি। উপজেলার বিভিন্ন স্পটে টহল অব্যাহত রয়েছে। আমরা যখন অন্য স্পটে যাই তখন হয়তো এ সুযোগটাকে কাজে লাগিয়েছে।