মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

গাজীপুরে চুরি করতে বাধা দেওয়ায় যুবককে হত্যা, আটক ১

  • গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা এলাকায় এক দোকানদারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

বুধবার (২৮ জুলাই ২০২১) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোখলেছুর রহমান (৩২) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরাপাড়া গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। তিনি শ্রীপুরের বেড়াইদের চালা এলাকায় বসবাস করতেন। আটক রুবেল (৩০) ঝালকাঠি জেলার রাজাপুর থানার নৈহাটি গ্রামের শামসুল হকের ছেলে।

নিহতের ভাই আনসারুল হক জানান, প্রতিদিনের মতো মোখলেছুর বুধবার দোকানে আসে। সকাল সাড়ে ১০টার দিকে ওই দোকানে মালামাল চুরির চেষ্টা করে রুবেল। এ সময় মোখলেছুর বাধা দিলে তাকে ছুরিকাঘাত করে। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায় মোখলেসুর। এ ঘটনায় স্থানীয়রা রুবেলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। অভিযুক্তকে আটক করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত পোস্ট