- বিনোদন ডেস্ক
৩০ জুলাই শুক্রবার, ১১ বছরে পা রাখছে মাছরাঙা টেলিভিশন। ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে দর্শকদের জন্য বিশেষ উপহার হিসেবে সন্ধ্যা সাড়ে ৭টায় চ্যানেলটি প্রচার করবে সিয়াম ও পরীমণি অভিনীত দর্শকপ্রিয় সিনেমা ‘বিশ্বসুন্দরী’। সেই সঙ্গে পরদিন ৩১ জুলাই, শনিবার একই সময়ে দ্বিতীয়বারের মতো প্রচার করা হবে চয়নিকা চৌধুরী পরিচালিত সিনেমাটি।
গত বছরের শেষ দিকে মুক্তি পায় সিয়াম-পরী জুটির প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’। সিনেমাটি টানা ১৬ সপ্তাহ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়েছে। মাঝে রোজার বিরতি পেরিয়ে ঈদের দিন থেকে বেশ কিছু প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হয়েছে।
সিনেমাটির কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ করেছেন রুম্মান রশীদ খান। সিয়াম আহমেদ এবং পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন চিত্রনায়িকা চম্পা, ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, বন্যা মির্জা, আনন্দ খালেদ, খালেদ হোসেন সুজন, হীরা, সীমান্ত এবং একটি বিশেষ চরিত্রে চিত্রনায়ক আলমগীর।