- নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ঢাকা মহানগর দক্ষিণ ও ঢাকা মহানগর উত্তর এর নির্বাহী কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (২ আগস্ট ২০২১) বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের দায়িত্বপ্রাপ্ত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সই করা গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কমিটির অনুমোদন দেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আবদুস সালামকে আহ্বায়ক ও রফিকুল আলম মজনুকে সদস্য সচিব করে ৪৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
অন্যদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমান উল্লাহ আমানকে আহ্বায়ক ও আমিনুল হককে সদস্য সচিব করে ৪৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটি নিম্নরুপ:
১. আহবায়ক : আবদুস সালাম
২. যুগ্ম আহবায়ক : নবী উল্ল্যাহ নবী যাত্রাবাড়ী
৩. ’’ : ইউনুস মৃধা খিলগাঁও
৪. ’’ : মো. মোহন কোতয়ালী
৫. ’’ : মোশারফ হোসেন খোকন লালবাগ
৬. ’’ : আব্দুস সাত্তার সূত্রাপুর
৭. ’’ : সিরাজুল ইসলাম সিরাজ কলাবাগান
৮. ’’ : আ.ন.ম সাইফুল ইসলাম শ্যামপুর
৯. ’’ : হারুন উর রশিদ হারুন মতিঝিল
১০. ’’ : তানভীর আহমেদ রবিন কদমতলী
১১. ’’ : লিটন মাহমুদ স্বেচ্ছাসেবক দল
১২. ’’ : এস. কে সেকেন্দার কাদির পল্টন
১৩. ’’ : মনির হোসেন চেয়ারম্যান কামরাঙ্গীরচর
১৪. সদস্য সচিব : রফিকুল আলম মজনু শান্তিনগর
১৫. সদস্য : ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন
১৬. ’’ : ফরিদ উদ্দিন সূত্রাপুর
১৭. ’’ : গোলাম হোসেন সবুজবাগ
১৮. ’’ : সাব্বির হোসেন আরিফ গোপীবাগ
১৯. ’’ : অ্যাভোকেট ফারুকুল ইসলাম খিলগাঁও
২০. ’’ : মকবুল হোসেন টিপু গেন্ডারিয়া
২১. ’’ : আবদুল হান্নান শাহবাগ
২২. ’’ : আরিফুর রহমান নাদিম বংশাল
২৩. ’’ : আনোয়ার হোসেন বাদল চকবাজার
২৪. ’’ : কে. এম জুবায়ের এজাজ ধানমন্ডি
২৫. ’’ : ফরহান হোসেন যাত্রাবাড়ী
২৬. ’’ : লতিফ উল্লাহ জাফরু বংশাল
২৭. ’’ : এডভোকেট মকবুল হোসেন সর্দার নিউ মার্কেট
২৮. ’’ : মোহাম্মদ আলী চায়না মুগদা
২৯. ’’ : আবদুল আজিজ হাজারীবাগ
৩০. ’’ : জামিলুর রহমান নয়ন যুবদল
৩১. ’’ : হাজী শহিদুল ইসলাম বাবুল চকবাজার
৩২. ’’ : আকবর হোসেন নান্টু ডেমরা
৩৩. ’’ : শামছুল হুদা কাজল মুগদা
৩৪. ’’ : সাইদুর রহমান মিন্টু দপ্তর
৩৫. ’’ : এস এম আব্বাস পল্টন
৩৬. ’’ : লোকমান হোসেন ফকির পল্টন
৩৭. ’’ : জুম্মন হোসেন চেয়ারম্যান দনিয়া
৩৮. ’’ : ফজলে রুবায়েত পাপ্পু শাহজাহানপুর
৩৯. ’’ : আবদুল হাই পল্লব ডেমরা
৪০. ’’ : অ্যাডভোকেট মহি উদ্দিন চৌধুরী
৪১. ’’ : আরিফা সুলতানা রুমা ছাত্রদল
৪২. ’’ : সাইফুল্লাহ খালেদ রাজন ছাত্রদল
৪৩. ’’ : ওমর নবী বাবু গেন্ডারিয়া
৪৪. ’’ : আবুল খায়ের লিটন হাজারীবাগ
৪৫. ’’ : নাছরিন রশিদ পুতুল মহিলা কমিশনার
৪৬. ’’ : নাদিয়া পাঠান পাপন ছাত্রদল
৪৭. ’’ : হাজী নাজিম কোতয়ালী
৪৮. ’’ : জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী নিউ মার্কেট
৪৯. ’’ : জামশেদুল আলম শ্যামল যাত্রাবাড়ী
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি নিম্নরুপ:
১. আহবায়ক : আমান উল্লাহ আমান
২. ’’ : আব্দুল আলী নকি গুলশান
৩. ’’ : আনোয়ারুজ্জামান আনোয়ার তেজগাঁও
৪. ’’ : আতিকুল ইসলাম মতিন মোহাম্মদপুর
৫. ’’ : মোস্তাফিজুর রহমান সেগুন বিমানবন্দর
৬. ’’ : ফেরদৌসি আহমেদ মিষ্টি সাবেক কাউন্সিলর
৭. ’’ : এ জি এম শামসুল হক বাড্ডা
৮. ’’ : মোয়াজ্জেম হোসেন মতি কাফরুল
৯. ’’ : আতাউর রহমান চেয়ারম্যান ভাটারা
১০. ’’ : আক্তার হোসেন খিলক্ষেত
১১. ’’ : গোলাম মোস্তফা তুরাগ
১২. সদস্য সচিব : আমিনুল হক রুপনগর
১৩. ’’ : তাবিথ আউয়াল গুলশান
১৪. ’’ : ফয়েজ আহমেদ ফরু রামপুরা
১৫. ’’ : শাহিনুর আলম মারফত খিলক্ষেত
১৬. ’’ : আলহাজ্ব আবুল হাসেম আদাবর
১৭. ’’ : মাহফুজুর রহমান বাড্ডা
১৮. ’’ : আলাউদ্দিন সরকার টিপু বিমানবন্দর
১৯. ’’ : তুহিনুল ইসলাম তুহিন বাড্ডা
২০. ’’ : হাফিজুর রহমান ছাগির উত্তরা পশ্চিম
২১. ’’ : সোহেল রহমান মোহাম্মদপুর
২২. ’’ : অ্যাডভোকেট মো. আক্তারুজ্জামান আদাবর
২৩. ’’ : আবুল হোসেন আব্দুল মিরপুর
২৪. ’’ : মো. শাহ্ আলম শেরে-বাংলানগর
২৫. ’’ : এল রহমান তেজগাঁও
২৬. ’’ : আফাজ উদ্দিন উত্তরা পশ্চিম
২৭. ’’ : আহসান হাবিব মোল্লা উত্তর খান
২৮. ’’ : সালাম সরকার উত্তরা পূর্ব
২৯. ’’ : গোলাম কিবরিয়া মাখন ভাষাণটেক
৩০. ’’ : এ বি এম রাজ্জাক মিরপুর
৩১. ’’ : তারিকুল ইসলাম তালুকদার ক্যান্টনমেন্ট
৩২. ’’ : হাজী মো. ইউসুফ মোহাম্মদপুর
৩৩. ’’ : আলী আকবর আলী দক্ষিণ খান
৩৪. ’’ : আহসান উল্লা চৌধুরী হাসান কাফরুল
৩৫. ’’ : মিজানুর রহমান বাচ্চু বনানী
৩৬. ’’ : হুমায়ন কবির রওশন শাহ আলী
৩৭. ’’ : আমজাদ হোসেন মোল্লা রূপনগর
৩৮. ’’ : রেজাউর রহমান ফাহিম বনানী
৩৯. ’’ : মাহবুব আলম মন্টু পল্লবী
৪০. ’’ : হাফিজুর হাসান শুভ্র দারুস-সালাম
৪১. ’’ : জাহাঙ্গীর মোল্লা বাড্ডা
৪২. ’’ : আজহারুল ইসলাম সেলিম ভাটারা
৪৩. ’’ : শফিকুল ইসলাম শাহিন গুলশান
৪৪. ’’ : আফতাব উদ্দিন জসিম শেরে-বাংলানগর
৪৫. ’’ : মো. হানিফ মিয়া শাহ্ আলী
৪৬. ’’ : মো. মোজাম্মেল হোসেন সেলিম তেজগাঁও শিল্পাঞ্চল
৪৭. ’’ : মো. জিয়াউর রহমান জিয়া মিরপুর।