ভাল বন্ধুই নন, তারা আত্মীয়ও
বলিউডের প্রথম সারির দুই অভিনেত্রী কারিনা কাপুর খান এবং সোনম কাপুর। দুজনই বলিউডের দুই প্রভাবশালী পরিবারের সদস্য। তারা একে অপরের ভাল বন্ধুও। ২০১৮ সালে ‘ভিরে দি ওয়েডিং’ ছবিতে একসঙ্গে অভিনয়ও করেছেন কারিনা এবং সোনম। সম্প্রতি জানা গেল, কারিনা এবং সোনম শুধু ভাল বন্ধুই নন, তারা আত্মীয়ও। অনিলের বাবা সুরিন্দর কাপুরের তুতো ভাই ছিলেন পৃথ্বীরাজ কাপুর। পৃথ্বীরাজই সুরিন্দরকে পেশোয়ার থেকে মুম্বাইতে ডেকে এনেছিলেন। পরবর্তীকালে সুরিন্দর নিজেও একজন সফল প্রযোজক হয়ে ওঠেন।