- বিনোদন প্রতিবেদক
ঢাকাই সিনেমার নায়িকা পরীমনির বাসায় টানা আড়াই ঘণ্টা অভিযান। পরীমনিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সন্ধ্যা ৭ টার দিকে তাকে আটকের পর র্যাবের প্রধান কার্যালয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এসময় তার বাসা থেকে ‘বিপুল পরিমাণ মদ’ উদ্ধার করে র্যাব।
বুধবার (৪ আগস্ট ২০২১) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরীমনির বনানীর বাসায় এ অভিযান পরিচালনা করেন র্যাবের সদস্যরা।
‘সুনির্দিষ্ট অভিযোগের’ ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মেজর রইসুল আজম মনি।
তবে তাকে আটকের কারণ এ পর্যন্ত জানানো হয়নি। অভিযানের আগে, পরীমনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, কে বা কারা তার বাসার দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছেন।
তিনি অভিযোগ করে বলেন, তার বাসায় ‘বিভিন্ন পোশাকে’ লোকজন এসে ফ্ল্যাটের দরজা খুলতে বলছেন। কিন্তু তিনি দরজা খুলতে ভয় পাচ্ছেন। পুলিশকে খবর দেওয়া হলেও কোনো সাহায্য পাচ্ছেন না। মিডিয়ার লোকদের বাসায় ডাকছেন তিনি।
পরীমনিকে ওই ফেসবুক লাইভে বলতে শোনা যায়, ‘কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে। কেউ কালো কাপড় পরে আছেন, কেউ রঙিন কাপড় পরে আছেন। এরা কারা ভাই? আমি লাইভ কাটছি না। ‘
এর আগে গত ৯ জুন ঢাকা বোট ক্লাবে পরীমনিকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন চিত্রনায়িকা পরীমনি।
ওই অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বোট ক্লাবের সদস্য ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকি অমি ও আরও চারজনের নামে সাভার মডেল থানায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনে ও দণ্ডবিধি ৩০৭ ধারায় মামলা করেন পরীমনি।
মামলার পরপরই তাদের গ্রেপ্তার করা হলেও গত ২৯ জুন ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকি অমিকে জামিন দেয় আদালত।