মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

আইপিএলে যোগ দিতে ‘নীরবেই’ কলকাতা গেলেন সাকিব

Kolkata Knight Riders bowler Shakib Al Hasan (R) celebrates after taking the wicket of Delhi Daredevils batsman Virender Sehwag (L) during the IPL Twenty20 first playoff cricket match between Delhi Daredevils and Kolkata Knight Riders at The Subrata Roy Sahara Stadium in Pune on May 22, 2012. RESTRICTED TO EDITORIAL USE. MOBILE USE WITHIN NEWS PACKAGE AFP PHOTO/Indranil MUKHERJEE (Photo credit should read INDRANIL MUKHERJEE/AFP/GettyImages)

আইপিএলে যোগ দিতে ‘নীরবেই’ কলকাতা গেলেন সাকিব

অনেকটা নীরবে-নিভৃতে শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ইউএস-বাংলার ঢাকা-কলকাতা ফ্লাইটে ভারতে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
এক লাইভে বিস্ফোরক সব মন্তব্য করে কয়েকদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে সাকিব। যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর থেকেই তিনি গণমাধ্যম এড়িয়ে চলছেন। দেশে ফিরে মিরপুরে অনুশীলন করলেও মিডিয়ার কারও সঙ্গে কথা বলেননি। এরই মধ্যে নীরবে চলে গেলেন কলকাতায়।

আইপিএলে সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ ১১ এপ্রিল। এই ম্যাচে সাবেক দল সানরাইজার্স হায়দরাবাদকে মোকাবিলা করবেন বিশ্বসেরা অলরাউন্ডার।

সম্পর্কিত পোস্ট